জাতীয় বিশ্ববিদ্যালয়ের  সাবজেক্ট মাইগ্রেশন ২০১৫-২০১৬

মাইগ্রেশনঃ যারা তাদের ১ম চয়েসের সাবজেক্ট পেয়েছেন তাদের মাইগ্রেশন
হবে না।অর্থাৎ বিষয় পরীবর্তন হবে না।
★★★ যারা নিচের দিকের সাবজেক্ট পেয়েছেন কিন্তু উপরের দিকের
সাবজেক্টে পড়তে আগ্রহী তারা মাইগ্রেশন করে থাকলে সাবজেক্ট পরীবর্তন
হতে পারে।
★★★ আর যদি না হয় তাহলে যে সাবজেক্ট এখন পেয়েছেন সেই সাবজেক্টেই
পড়তে হবে।
.
★★★ অনেকেরই প্রশ্ন মাইগ্রেশন করছেন
এখন নিচের দিকের সাবজেক্ট
আসবে কি না।এরকম কিছু হবে না।মনে রাখবেন মাইগ্রেশন বলতে বুঝায় নিচের থেকে উপরের দিকে ওঠা।
উপরের থেকে নিচের দিকে নামা নয়।
.
★★★ যাদের বিষয় পছন্দ হয় নাই migrate করতে চান :
.
Applicant ID থেকে admission form fillup করার সময় সেখানে do u wanna subject migration?
.
এই লিখা টা পাবেন সেটা Yes/On করে ফরম টা print করবেন।
.
আর migration করতে না চাইলে No দিতেই হবে । না হলে ফেসে
যাবেন ।
.
^^ যারা ভর্তির সময় মাইগ্রেশন করেছেন তাদের রেজাল্ট ২য় মেরিটের সাথে প্রকাশ করা হবে।
তাই আপনাকে উক্ত কলেজের প্রাপ্ত বিষয়ের বিভাগে ভর্তি হয়ে থাকতে
হবে ।।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট মাইগ্রেশন বিজ্ঞপ্তি - QR Code Friendly
Powered by QR Code Friendly