১। ডিজিটাল সংকেতকে এনালগ সংকেতে রূপান্তরের প্রক্রিয়াকে কী বলে?  

ক. সিমপ্লেক্স   খ. মডুলেশন

গ. ডিমডুলেশন ঘ. এনালগ






Please answer the question.

 

২। কোনটিতে বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়?  

ক. পরিচয় পত্র তৈরীতে  খ. বিমানে উঠতে

গ. চিকিৎসা ক্ষেত্রে       ঘ. শিল্পক্ষেত্রে






Please answer the question.

 

৩। কোর, ক্লাডিং ও জ্যাকেট দিয়ে কি তৈরী হয়?  

ক. কো-অক্সিয়াল ক্যাবল  খ. অপটিক্যাল ফাইবার ক্যাবল

গ. টুইস্টেড পেয়ার ক্যাবল      ঘ. স্যাটেলাইট






Please answer the question.

 

 

৪। Modem নিচের কোন শব্দের সমন্বয়ে গঠিত?  

ক. Modulating and Demodulating

খ. Model and Demodule

গ. Modulation and Demodulation  

ঘ. Modulator and Demodulator






Please answer the question.

 

 

৫। Webblog এর সংক্ষিপ্ত রূপ কোনটি?  

ক. Blogging

খ. Blog

গ. Webblog  

ঘ. Blogon






Please answer the question.

 

 

৬। Google.com এর প্রতিষ্ঠাতা কে?  

ক. ল্যারিপেজ

খ. মার্ক জুকারবার্গ

গ. মাইকেল হ্যান

ঘ. ড্যানিয়েল শন






Please answer the question.

 

 

৭। Youtube  

ক. ল্যারিপেজ   

খ. জানিয়েল শন

গ. চেড হারলি    

ঘ. মার্ক এঞ্জেল






Please answer the question.

 

 

৮। প্লেজিয়ারিজম কি?  

ক. অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া

খ. অন্যের সম্পত্তি চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া

গ. অন্যের মোবাইল চুরি করে নিজের নামে চালানো

ঘ. অন্যের  ব্যাংক এ্যাকাউন্ট হ্যাক করা






Please answer the question.

 

 

৯। কোন সংগঠনের নেটওয়ার্ক বৃত্তাকার?  

ক. বাস সংগঠন

খ. স্টার সংগঠন

গ. রিং সংগঠন

ঘ. গ্লোব সংগঠন






Please answer the question.

 

 

১০। একটি ওয়েব সাইটের কাঠামো কয় ভাগে বিভক্ত থাকে?  

ক. ১ ভাগে

খ. ২ ভাগে

গ. ৩ ভাগে

ঘ. ৪ ভাগে






Please answer the question.

 

 

১১। ওয়েব সাইটের বৈশিষ্ট্য অনুযায়ী ওয়েব পেজকে কয় ভাগে ভাগ করা যায়?  

ক. ১ ভাগে

খ. ২ ভাগে

গ. ৩ ভাগে

ঘ. ৪ ভাগে






Please answer the question.

 

 

১২। প্রতিটি আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য কয়টি বাইনারী বিট প্রয়োজন হয়?  

ক. ৪ টি

খ. ৮ টি

গ. ১৬ টি

ঘ. ৩২ টি






Please answer the question.

 

 

১৩। হাইপার লিংক কয় প্রকার?  

ক. ২ 

খ. ৪ 

গ. ৬ 

ঘ. ৮ 






Please answer the question.

 

১৪। পৃথিবীর প্রথম ইন্টারনেট কার্যক্রম শুরু হয় কোনটি দিয়ে?  

ক. ARPANET 

খ. ARAPANET

গ. ARRPANET 

ঘ. ARPANEET 






Please answer the question.

 

১৫। ওয়েব সাইট তৈরী ও চালু করার ধাপ কয়টি?  

ক. ৪টি 

খ. ৬টি

গ. ৫টি

ঘ. ১০টি 






Please answer the question.

 

১৬। URL এর পুরা অর্থ কি?  

ক. Uniform Resource Locator

খ. Universail Resource Locator

গ. Universail Reasearch Location

ঘ. Uniform Research Location 






Please answer the question.

 

১৭। ডোমেন নেম কি?  

ক. ওয়েব সাইটের একটি স্বতন্ত্র নাম

খ. সার্ভারের নাম

গ. আইএসপির নাম

ঘ. ওয়েব ফাইলের নাম 






Please answer the question.

১৮। HTML এর উদ্ভাবক কে?  

ক. টিম বার্নার্স লী

খ. স্টিভ জবস

গ. মাইকেল জুকারবার্গ

ঘ. বিল গেইটস 






Please answer the question.

 

১৯। সারাবিশ্বে ডোমেইন নেম বা IP Address যে প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করে তার নাম হচ্ছে-  

i. ICANN, ii. InterNIC, iii. World Wide Web Authority

নীচর কোনটি সঠিক

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii






Please answer the question.

২০। HTML Editor কোনটি-  

ক. Java

খ.Notepad

গ. Basic

ঘ. Ms-Excel






Please answer the question.

 

২১। জনগনের জন্য প্রয়োজনীয় বাংলাদেশ সরকারের সকল ধরনের ফরম পাওয়া যায়-  

i. pmo.gov.bd, ii. forms.gov.bd, iii. bangladesh.gov.bd

নীচর কোনটি সঠিক

ক. i

খ. ii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii






Please answer the question.

নীচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও।

সুস্মিতা এস.এস.সি পরীক্ষা দিয়েছে। আজ তার ফলাফল প্রকাশিত হয়েছে। সে ইন্টারনেটের মাধ্যমে তার ফলাফল জানতে চায়। তার ভাই তাকে ইন্টারনেটে সার্চ করতে বললেন। সেজন্য ওয়েব ব্রাউজারের এ্যাড্রেসবারে www.google.com লিখে এন্টার কী চাপতে বলেন।

২২। সুস্মিতাকে ওয়েব ব্রাউজারের এ্যাড্রেস বারে কী লিখতে হবে?  

ক. ফাইলের নাম

খ. হোস্টের নাম

গ. প্রটোকলের নাম

ঘ. কাঙ্খিত ওয়েব এ্যাড্রেস






Please answer the question.

 

২৩। সুস্মিতা যে ওয়েব পেজে তার রোল নং লিখল তা তৈরী করা হয়েছে-  

i. HTML,  ii. XML,  iii. PHP

নীচোর কোনটি সঠিক

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

  ঘ. i, ii ও iii

 






Please answer the question.

নীচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।

কামাল সাহেব তার প্রকাশনার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চায়। তার ওয়েব পেজে বিভিন্ন তথ্য থাকবে। পেজগুলি বহুস্তর বিশিষ্ট হবে এবং একে অপরের সঙ্গে লিংক করা থাকবে।

২৪। কামাল সাহেবের ওয়েব সাইট তৈরীর কাজটি নীচের কোনটির অর্ন্তগত?  

ক. HTML ভাষা জানা

খ. HTML নকশা জানা

গ. ওয়েব সাইটের কাঠামো জানা

ঘ. ওয়েব পেজ ডিজাইন






Please answer the question.

 

২৫। কামাল সাহেবের ওয়েব সাইটের কাঠামো হবে-  

i. লিনিয়ার সিকুয়েন্সিয়াল,  ii. জটিল হায়ারারকিক্যাল,  iii. ওয়েব লিংক

নীচোর কোনটি সঠিক

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

  ঘ. i, ii ও iii

 






Please answer the question.

নীচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও।

দৈনিক পত্রিকা পড়ার সময় আমরা হাত দিয়ে পেজ উল্টিয়ে এক পেজ থেকে অন্য পেজে যাই। ঠিক একই কাজ করা হয় ওয়েব সাইট ব্রাউজিং এর সময়।

২৬। ওয়েব সাইট ব্রাউজিং এর সময় নীচের কোনটির মাধ্যমে এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়?  

ক. লিংক

খ. হাইপার লিংক

গ. পেজ লিংক

ঘ. ওভার লিংক






Please answer the question.

 

২৭। নতুন উইন্ডোতে কাঙ্খিত পেজটি দেখতে হলে-  

i. target="_New",  ii. target="_blank",  iii. target="_self"

নীচোর কোনটি সঠিক

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

  ঘ. i, ii ও iii

 






Please answer the question.

নীচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।

শাকিল তার ওয়েব পেজে নতুন ছবি সংযুক্ত করেছে। এতে তার ওয়েব পেজটি আরও সুন্দর ও আকর্ষনীয় হয়েছে।

২৮। শাকিল যে ট্যাগ ব্যবহার করে ছবি যোগ করেছে সেই ট্যাগের প্রকারভেদের সাথে মিল আছে নিচের কোন ট্যাগের?  

ক. <html>

খ. <br>

গ. <body>

ঘ. <pre>






Please answer the question.


২৯। শাকিল যে ছবি সংযুক্ত করেছে তা হতে পারে-  

i. .jpg,  ii. .bmp,  iii. .png

নীচোর কোনটি সঠিক

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

  ঘ. i, ii ও iii

 






Please answer the question.

নীচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও।

শাকিলা তার বায়ো-ডেটা ওয়েব সাইটে প্রকাশ করেছে। এতে তার ব্যক্তিগত তথ্য গোপন থাকল না। এসএসসি থেকে বিএসসি পর্যন্ত সকল পরীক্ষার ফলাফল টেবিল আকারে আছে। কিন্তু টেবিলে কোন পরিচিতি মূলক বর্ণনা নাই এবং টেবিলে কোন বর্ডারও ছিলনা।

৩০। উদ্দীপকে উল্লেখিত টেবিলের টেক্সকে ডানদিকে অ্যালাইন করতে শাকিলা কোন ট্যাগ ব্যবহার করেছে?  

ক. <Table align="right">

খ. <Table align="left">

গ. <Table align="center">

ঘ. <Table align="justified">






Please answer the question.

 

৩১। উক্ত টেবিলে বর্ণনা ও বর্ডার ছিলনা, কারণ-  

i. .<caption> ছিল না,  ii. <table boeder="Null"> ছিল,  iii. <table boeder="0"> ছিল

নীচোর কোনটি সঠিক

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

  ঘ. i, ii ও iii

 






Please answer the question.

 

 

৩২। Next, Previous, Last, First ইত্যাদি লিংক নিম্নের কোন ওয়েব সাইটে থাকে?  

ক. লিনিয়ার

খ. নেটওয়ার্ক

গ. ট্রি

   ঘ. ফেসবুক






Please answer the question.

 

 

৩৩। ফেসবুক কোন ধরনের ওয়েব সাইট?  

ক. স্ট্যাটিক

খ. ডাইনামিক

গ. লোকাল

  ঘ. রিমোট






Please answer the question.

 

 

৩৪। নীচের কানটি দিয়ে হোম পেজ তৈরী করা হয়?  

ক. notice.html

খ. welcome.html

গ. index.html

  ঘ. home.html






Please answer the question.

 

৩৫। বর্তমানে ইন্টারনেট প্রটোকলের কান ভার্ষন চালু আছে?  

ক. IPV4

খ. IPV6

গ. IPV8

  ঘ. IPV2






Please answer the question.

 

 

৩৬। সম্পূর্ণ ওয়েব সাইটের ঠিকানা লিখার জন্য কয়টি বাইনারি বিট প্রয়োজন হয়?  

ক. ৪ টি

খ. ৮ টি

গ. ১৬ টি

ঘ. ৩২ টি






Please answer the question.

 

 

৩৭। সম্পূর্ণ ওয়েব সাইটের ঠিকানা লিখার জন্য কয়টি অকটেট সংখ্যা প্রয়োজন হয়?  

ক. ৪ টি

খ. ৮ টি

গ. ১৬ টি

ঘ. ৩২ টি






Please answer the question.

 

৩৮। আইপি অ্যাড্রেসের নিম্নের কাকে হোস্ট আইডি বলা হয়?  

ক. প্রথমের ২টি অকটেট সংখ্যা কে

খ. পরের ২টি অকটেট সংখ্যা কে

গ. মাঝের ২টি অকটেট সংখ্যা কে

ঘ. IPV4 কে






Please answer the question.

 

৩৯। আইপি অ্যাড্রেসের নিম্নের কাকে নেটওয়ার্ক আইডি বলা হয়?  

ক. প্রথমের ২টি অকটেট সংখ্যা কে

খ. পরের ২টি অকটেট সংখ্যা কে

গ. মাঝের ২টি অকটেট সংখ্যা কে

ঘ. IPV6 কে






Please answer the question.

 

৪০। DNS কি?  

ক. সার্ভারের ঠিকানা

খ. IP address এর অ্যালফা নিউমেরিক ঠিকানা

গ. হোস্টিং এর ঠিকানা

ঘ. IP নিয়ন্ত্রণকারীর ঠিকানা






Please answer the question.

 

৪১। .edu.bd, .net, .com ইত্যাদি  ডোমেইন নেমের কোন লেভেলে থাকে?  

ক. সেকেন্ড লেভেলে

খ. মিড লেভেলে

গ. রুট লেভেলে

ঘ. থার্ড লেভেলে






Please answer the question.

 

৪২। জনপ্রিয় ওয়েব সার্ভার সফটওয়্যার কোনটি?  

ক. IIS

খ. Apache

গ. GWS

ঘ. Microsoft






Please answer the question.

 

৪৩। নীচের কোনটি সার্চ ইঞ্জিন ?  

ক. www.bgpress.gov.bd

খ. www.hybrid-bd.com

গ. www.facebook.com

ঘ. www.chorki.com






Please answer the question.

 

৪৪। http:// কোন কাজে ব্যবহার করা হয় ?  

ক. ওয়াল্ড ওয়াইড ওয়েবের জন্য

খ. যোগাযোগের জন্য

গ. ডোমেইনকে ইউনিক রাখার জন্য

ঘ. আইপিকে সহজ খোঁজার জন্য






Please answer the question.

 

৪৫। নীজের কানটিকে ট্যাগ বলা হয় ?  

ক. <html>

খ. <=

গ. /

ঘ. “ ”






Please answer the question.

 

৪৬। ব্রাউজারের কোন ধরনের লখাকে URL বলা হয় ?  

ক. বুকমার্কের লেখাগুলোকে

খ. মেনুর লেখাগুলোকে

গ. অ্যাড্রেসবারের ভিতরের লেখাগুলোকে

ঘ. টাইটেলের লেখাগুলোকে






Please answer the question.

 

৪৭। ব্লগে তথ্য কিভাবে আপডেট করা হয়?  

ক. নিয়মিত ভাবে

খ. অনিয়মিত ভাবে

গ. মাঝে মাঝে

ঘ. মাসে বারো বার






Please answer the question.

 

৪৮। নিম্নে কাদের ব্লগার বলা হয়?  

ক. যারা ব্লগ নিয়ন্ত্রণ করে

খ. যারা ব্লগ ডিজাইন করে

গ. যারা ব্লগ তৈরী করে

ঘ. যারা ব্লগে পোস্ট দেয়






Please answer the question.

 

৪৯। ব্লগ কি?  

ক. এক ধরনের ওয়েব সাইট যেখানে পাঠক স্বাধীন ভাবে তার মতামত প্রকাশ করতে পারে

খ. এক ধরনের ওয়েব সইট যেখান থেকে পাঠক তার সকল তথ্য পেয়ে থাকে

গ. এক ধরনের ওয়েব সইট যেখান থেকে পাঠক উপকার পেয়ে থাকে

ঘ. এক ধরনের ওয়েব সইট যেখানে পাঠক স্বাধীন ভাবে তার মতামত প্রকাশ করতে পারে না






Please answer the question.

 

৫০। এম কমার্স বলতে কি বুঝ?  

ক. ইন্টারনেটের মাধ্যমে ঘড়ে বসে ই-বিজনেস করাকে বলে

খ. ওয়্যারলেস ডিজিটাল ডিভাইস ও অ্যাপ্লিকেশন প্রটোকলের সাহায্যে ইন্টারনেটে প্রবেশ করে ই-বিজনেস করাকে বলে

গ. ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয় ও বিক্রয় করাকে বলে

ঘ. ইন্টারনেটের মাধ্যমে মূল্য পরিশোধ করাকে বলে






Please answer the question.

৫১। ব্রাউজারে ওয়েব পেজ প্রদর্শনের জন্য কোন ধরনের শক্তি ব্যবহৃত হয়?  

ক. আপলোড

খ. ডাউনলোড

গ. ইথারনেট

ঘ. ইন্টারনেট






Please answer the question.

 

৫২। সার্ভারে তথ্য আপলোড করার জন্য কোন ধরনের শক্তি ব্যবহৃত হয়?  

ক. আপলোড

খ. ডাউনলোড

গ. ইথারনেট

ঘ. ইন্টারনেট






Please answer the question.

অধ্যায়-২-৪ - QR Code Friendly
Powered by QR Code Friendly