১। বিমান বন্দরে তথ্য প্রদর্শনের জন্য কোনটি দেখা যায়?  

ক. টেলিকনফারেন্সিং

খ. ভিডিও বোর্ড

গ. বুলেটিন বোর্ড

(ঘ) ইনফরমেশন বোর্ড






Please answer the question.

 

২। জিপিএস অংশ স্যাটেলাইট থেকে প্রতিনিয়ত তথ্য গ্রহণ করে কোথায় পাঠায়?  

ক. গ্রাহককে

খ. সার্ভারে

গ. কোম্পানীতে

ঘ. কম্পিউটারে






Please answer the question.

 

৩।আউটসোর্সিং-এ বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?  

ক. ১ম

খ. ২য়

গ. ৩য়

ঘ. ৪র্থ






Please answer the question.

 

 

৪। অনলাইন নির্ভর কাজগুলোর মধ্যে কোনটি আমাদের দেশে জনপ্রিয়?  

ক. আউট সোর্সিং

খ. ই-কমার্স

গ. মোবাইল বিজনেস

ঘ. ই-মেইল মার্কেটিং






Please answer the question.

 

 

৫। বর্তমানে কিসের মাধ্যমে টাকা পাঠানা জনপ্রিয়তা শুরু করেছে?  

ক. মোবাইলের মধ্যেমে

খ. ডাকঘরের মাধ্যমে

গ. কম্পিউটারের মাধ্যমে  

ঘ. মানি অর্ডারের মাধ্যমে






Please answer the question.

 

 

৬। কৃত্তিম বুদ্ধিমত্তা কাকে বলে?  

ক. মানুষ যেভাবে চিন্তা করে কম্পিউটারকে সেভাবে চিন্তা করার রূপদান দেওয়াকে

খ. মানুষ যেভাবে কাজ করে কম্পিউটারকে সেভাবে কাজ করার রূপদান দেওয়াকে

গ. মানুষ যেভাবে সুষ্টি করে কম্পিউটারকে সেভাবে সৃষ্টি করার ক্ষমতা দেওয়াকে

ঘ. মানুষ যেভাবে চলাফেরা করে কম্পিউটারকে সেভাবে চলাফেরা করাকে






Please answer the question.

 

 

৭। ন্যানা টেকনোলোজীকে কয়টি পদ্ধতি ব্যবহৃত হয়?  

ক. ২টি,   খ. ৩টি

গ. ৪টি     ঘ. ৬টি






Please answer the question.

 

 

৮। প্লেজিয়ারিজম কি?  

ক. অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া

খ. অন্যের সম্পত্তি চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া

গ. অন্যের মোবাইল চুরি করে নিজের নামে চালানো

ঘ. অন্যের  ব্যাংক এ্যাকাউন্ট হ্যাক করা






Please answer the question.

 

 

৯। কোন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে লেখাপড়ার যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে?  

ক. মোবাইল

খ. টেলিভিশন

গ. অনলাইন

ঘ. ইন্টারনেট






Please answer the question.

 

 

১০। বাংলাদেশের কতটি  উপজেলায় মোবাইল চিকিৎসা সেবা চালু আছে?  

ক. ৪১৪ টি

খ. ৪১৬ টি

গ. ৪১৮ টি

ঘ. ৪২০ টি






Please answer the question.

 

 

১১। অপটিক্যাল মেশিন দ্বারা পাঠযোগ্য লেভেল কোনটি?  

ক. কিউআর কোড

খ. বারকোড

গ. নেমকোড

ঘ. ই-কোড






Please answer the question.

 

 

১২। বিশ্বগ্রামে ব্যবসায়-বাণিজ্যে সরবরাহকৃত মালামাল পর্যবেক্ষণ করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়?  

ক. ই-কমার্স

খ. ই-মেইল

গ. ই-লার্নিং

ঘ. ই-ট্রাকিং






Please answer the question.

 

 

১৩।স্টক একচেঞ্জে শেয়ার কেনাবেচার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়?  

ক. ই-কমার্স

খ. ই-মেইল

গ. ই-লার্নিং

ঘ. ই-ট্রাকিং






Please answer the question.

 

১৪। পৃথিবীর প্রথম ইন্টারনেট কার্যক্রম শুরু হয় কোনটি দিয়ে?  

ক. ARPANET 

খ. ARAPANET

গ. ARRPANET 

ঘ. ARPANEET 






Please answer the question.

 

১৫। অফিস অটোমেশনের প্রচলন শুরু হয় কত সালের দিকে?  

ক. ১৯৮০  

খ. ১৯৬০

গ. ১৯৭০

ঘ. ১৯৯০






Please answer the question.

 

১৬। শহর কেন্দ্রিক বাসস্থান হিসেবে ব্যবহৃত অ্যাপার্টমেন্টগুলোকে কী বলে?  

ক. বাসস্থান

খ. বৈশ্বয়িক বাসস্থান

গ. নগর বাসস্থান

ঘ. উপরের সবগুলো  






Please answer the question.

 

১৭। সংবাদ পত্র কয়টি ডব্লিউ এর উপর ভিত্তি করে তৈরি হয়?  

ক. ২

খ.

গ. ৪

ঘ. ৫ 






Please answer the question.

১৮। ক্রায়োসার্জারি পদ্ধতিতে ক্যান্সার কোষকলা ধ্বংসের জন্য কোন তাপমাত্রা প্রয়োহ করা হয়?  

ক. -২০ থেকে -৩০ ডিগ্রী সেলসিয়াস

খ. -২৫ থেকে -৩৫ ডিগ্রী সেলসিয়াস

গ. -৩০ থেকে -৪০ ডিগ্রী সেলসিয়াস

ঘ. -৪০ থেকে -৫০ ডিগ্রী সেলসিয়াস






Please answer the question.

 

১৯। নিউইয়র্কের কোন চিকিৎক সর্বপ্রথম ত্বক চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করেন?  

 

ক. ক্যাম্পবেল্ট হোয়াইট

খ. জেসম আরনোট

গ. রে এলিংটন

ঘ. উইলিয়াম পাসি






Please answer the question.

২০। ক্রায়োথেরাপিতে কত সময়ের মধ্যে তাপমাত্রা কমিয়ে -১২০ থেকে -১৬৫ ডিগ্রী সেলসিয়াস এ নামিয়ে আনা হয়?  

ক. ৮ সেকেন্ড

খ. ১২ সকেন্ড

গ. ১৮ সেকেন্ড

ঘ. ২০ সেকেন্ড






Please answer the question.

 

 

২১। ক্রায়োসার্জারি কোন দেশি শব্দ?  

ক. ইংরেজি শব্দ

খ. গ্রিক শব্দ

গ. ল্যাটিন শব্দ

ঘ. ফরাসি শব্দ






Please answer the question.

 

২২। Cryo শব্দটির অর্থ-  

ক. ঠান্ডা

খ. গরম

গ. খুবই ঠান্ডা

ঘ. খুবই গরম






Please answer the question.

 

 

২৩। ক্রায়োসার্জারিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?  

ক. সিমুলেশন

খ. ইমেজিং

গ. স্যাটেলাইট

  ঘ. রোবটিকস্






Please answer the question.

 

২৪। ক্রায়োসার্জারিতে কোন পদার্থটি ব্যবহার করা হয়?  

ক. তরল

খ. জৈব

গ. গ্যাস

ঘ. অজৈব






Please answer the question.

 

২৫।মানুষের আচরণগত বৈশিষ্ট্য চিহ্নিত করে কোন প্রযুক্তি?  

  ক. ক্রায়োসার্জারি

খ. ন্যানোটেকনোলোজী

গ. বায়োইনফরমেটিক্স

  ঘ. বায়োমেট্রিক্স

 






Please answer the question.

২৬। তথ্য ব্যবস্থার নিরাপত্তার জন্য কোন পদ্ধতি উপযোগী?  

ক. বায়োমেট্রিক্স

খ. ক্রায়োসার্জারি

গ. ন্যান সার্জারি

ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং






Please answer the question.

 

২৭। অপরাধী সনাক্তকরণের  আধুনিক পদ্ধতি কোনটি?  

  ক. স্বাক্ষর

খ. কী স্ট্রোক

গ. ফিঙ্গার প্রিন্ট

  ঘ. রেটিনা স্ক্যান

 






Please answer the question.

২৮। প্রত্যেক মানুষের কোন বৈশিষ্ট্যটি সম্পূর্ণ ইউনিক?  

ক. স্বাক্ষর

খ. ফিঙ্গার প্রিন্ট

গ. কী স্ট্রোক

ঘ. কন্ঠ






Please answer the question.


২৯। মৃত ব্যক্তির ডিএনএ পর্যালোচনার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে?  

ক. বায়োমেট্রিক্স

খ. ক্রায়োসার্জারি

গ. ন্যান সার্জারি

ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

 






Please answer the question.

৩০। কোন ব্যক্তিকে শণান্তকরণের জন্য বায়োমেট্রিক্সকে সাধারণত কয়টি শ্রেণিতে বিভক্ত করা যায়?  

ক. এক

খ. দুই

গ. তিন

ঘ. চার






Please answer the question.

 

৩১। প্রজনন ছাড়া ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রক্রিয়া শুরু হয় কবে থেকে?  

 ক. ১৯৬৮

খ. ১৯৬৯

গ. ১৯৭০

  ঘ. ১৯৭১

 






Please answer the question.

 

 

৩২। জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি প্রথম ব্যবহার করেন কে?  

ক. Jack Williamson

খ. Poul Berg

গ. Jack Killis

   ঘ. Jack Williums






Please answer the question.

 

 

৩৩। বিশ্বে প্রথম রিকম্বিনেট ডিএনএ অনুর গঠন করেন কে?  

ক. Paul Berg

খ. Jack Williamson

গ. Jack Killis

  ঘ. Jack Williums






Please answer the question.

 

 

৩৪। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে পরিবর্তন করা সম্ভব-  

ক. অর্থনৈতিক

খ. জীবনের

গ. জীবদেহের

  ঘ. সমাজের






Please answer the question.

 

৩৫। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অপর নাম কি?  

ক. জেনেটিক মডুলেশন

খ. জেনেটিক মডিফিকেশন

গ. জেনেটিক ফিউশন

  ঘ. জেনেটিক ফিশন






Please answer the question.

 

 

৩৬। রেস্ট্রিকশন এনজাইম বা আনবিম কাঁচি ইবস্কৃত হয় কত সালে?  

ক. ১৯৬৯

খ. ১৯৭১

গ. ১৯৭০

ঘ. ১৯৭১






Please answer the question.

 

 

৩৭। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কৌশল অবলম্বন করে এক জীবের কোষকে অন্য জীবে স্থানান্তর করার প্রক্রিয়াকে বলা হয়-  

ক. জিন

খ. আর এন এ

গ. জিনোম

ঘ. রিকম্বিনেন্ট






Please answer the question.

 

৩৮। আমাদের বর্তমান  ইলেকট্রনিক্স কোন ধরনের প্রযুক্তি?  

ক. টপ টু ডাউন

খ. ডাউন টু টপ

গ. বটম টু আপ

ঘ. বটম টু টপ






Please answer the question.

 

৩৯। ন্যানো টেকনোলোজী কোন ধরনের প্রযুক্তি?  

ক. টপ টু ডাউন

খ. ডাউন টু টপ

গ. বটম টু আপ

ঘ. বটম টু টপ






Please answer the question.

 

৪০। কতটি Xenon অণু দিয়ে IBM এর লগো তৈরী?  

ক. ২০টি

খ. ৩০টি

গ. ৩৫টি

ঘ. ৪৫টি






Please answer the question.

 

৪১। ন্যানো প্রযুক্তির জনক কে?  

ক. ফাইনম্যান রোজ

খ. রিচার্ড ফেমান

গ. টিম বার্নারলী

ঘ. মার্ক জুকারবাগ






Please answer the question.

 

৪২। সংবাদপত্রের একটি শীটের প্রশস্ততা হলো-  

ক. এক লক্ষ ন্যানো মিটার

খ. দুই লক্ষ ন্যানো মিটার

গ. তিন লক্ষ ন্যানো মিটার

ঘ. দশ লক্ষ ন্যানো মিটার






Please answer the question.

 

৪৩। রেডিয়েশন দেয়া হয় কোন চিকিৎসায় ?  

ক. হৃদরোগে

খ. হাঁপানি

গ. ক্যান্সার

ঘ. জন্ডিস






Please answer the question.

 

৪৪। সর্বপ্রথম কম্পিউটার ইথিকস টার্মটির ধারণা দেন কে?  

ক. প্রফেসর ড. রিচার্ড ফাইনম্যান

খ. প্রফেসর ড, ওয়ান্টার

গ. প্রফেসর ড. আর. এ. ফিশার

ঘ. প্রফেসর ড. টিন বার্নারলী






Please answer the question.

 

৪৫। ‘কম্পিউটার ইথিকস ইন্সটিটিউট’ কম্পিউটার ইথিকসের বিষয়ে কয়টি নির্দেশনা তৈরি করে ?  

ক.৬টি

খ. ৮টি

গ.১০টি

ঘ. ১৫টি






Please answer the question.

 

৪৬। বিমানে উঠানামা এবং কখন বিমান আসবে এবং কখন ছেড়ে যাবে এ সকল তথ্য জানা যায়-  

ক. এক্সপার্ট সিস্টেমের সাহায্যে

খ. টেলিকনফারেন্সিং এর মাধ্যমে

গ. বুলেটিন বোর্ডের মাধ্যমে

ঘ. ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে






Please answer the question.

 

৪৭। সিট রিজারভেশন সিস্টেমের জন্য SABER পদ্ধতি কোন দেশে প্রচলিত?  

ক. যুক্তরাজ্যে

খ. যুক্তরাষ্ট্রে

গ. সুইডেনে

ঘ. জাপানে






Please answer the question.

 

৪৮। ক্লোজড কনফারেন্সিং-এ   

i. কেউ কেউ অংশগ্রহণ করতে পারে

ii. পাসওয়ার্ড প্রটেকটেড

iii. প্রত্যেক আইডির নির্দিষ্ট পাসওয়ার্ড থাকে

নিচের কোনটি সঠিক

ক. i   ও  ii

খ. i   ও  iii

গ. ii   ও  iii

ঘ. i ,ii  ও iii






Please answer the question.

 

৪৯। অফিস অটোমেশন বলতে বুঝায়-  

i. পেপারলেস অফিস

ii. বক্স অফিস

iii. ডিজিটাল অফিস

নিচের কোনটি সঠিক

ক. i   ও  ii

খ. i   ও  iii

গ. ii   ও  iii

ঘ. i ,ii  ও iii






Please answer the question.

 

৫০। ভাচুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত যন্ত্র?  

i. Headsets

ii. Gloves

iii. Keyboard

নিচের কোনটি সঠিক

ক. i   ও  ii

খ. i   ও  iii

গ. ii   ও  iii

ঘ. i ,ii  ও iii






Please answer the question.

৫১।রোবটের উপাদান হলো?  

i. ম্যানিপুলেশন

ii. ভাচুয়ালাইজেশন

iii. অ্যাকচুয়েটর

নিচের কোনটি সঠিক

ক. i   ও  ii

খ. i   ও  iii

গ. ii   ও  iii

ঘ. i ,ii  ও iii






Please answer the question.

 

৫২। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এ ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলা-  

i. UNIX

ii. JAVA

iii. LISP

নিচের কোনটি সঠিক

ক. i   ও  ii

খ. i   ও  iii

গ. ii   ও  iii

ঘ. i ,ii  ও iii






Please answer the question.

প্রথম অধ্যায় - QR Code Friendly
Powered by QR Code Friendly