কলেজ পরিবর্তন বা ছাড়পত্র
এর নিয়মাবলিঃ
.
★★★ Transfer এর জন্য অনলাইনে আবেদন করতে হবে। website ::
.
www.nu.edu.bd
.
★★★ একই জেলা/বিভাগীয় শহরে অবস্থিত
দু’টি কলেজের মধ্যে ছাড়পত্র ইস্যু
করা যাবে না।
তবে বিশেষকারণবশত মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে উক্ত শর্ত শিথিলযোগ্য।অথ্যাত্‍ মেয়েরা একই জেলায় Transfer হতে পারবে
.
(১) শিক্ষার্থী ২য় বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে উন্নীত হলে ছাড়পত্রের মাধ্যমে অন্য জেলা
শহরের কলেজে ভর্তি হতে পারবে।
(একই জেলার মধ্যে অন্য কোন কলেজ পারবে না)
&
(১ম বর্ষে অাবেদন করা যাবে না)
.
(২)বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।
.
(৩)শুধু মাত্র যে সকল কারণে ছাড়পত্র নেওয়া যাবেঃ
.
★★★ ‪#‎অভিভাবকের_বদলীঃ‬
.
চাকুরিতে অভিভাবক অন্য জেলা শহরে বদলী হলে।
উল্লেখ্য, এখানে অভিভাবক বলতে শুধুমাত্র বাবা/মাকে বুঝাবে। বাবা/মা বর্তমান জীবিত থাকলে আইনগত ভাবে কাউকে অভিভাবকত্ব প্রদান করলে সে অভিভাবক হিসেবে বিবেচিত হবে।
.
★★★ ‪#‎অভিভাবকের_মৃত্যু_হলেঃ‬
.
অভিভাবকের মৃত্যু জনিত কারণে
স্থানীয় চেয়ারম্যানের প্রত্যয়নপত্র/ডেথ সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে।
প্রকৃত অভিভাবকের মৃত্যু জনিত কারণে অভিভাবকত্বের দায়িত্ব যার
উপর অর্পিত হয়েছে তার সম্মতিপত্র এবং তার পেশা ও কর্মস্থল সংক্রান্ত প্রামান্য কাগজপত্র এবং জাতীয় পরিচয় পত্রের কপি জমা দিতে হবে।
.
★★★ ‪#‎সংশ্লিষ্ট_কলেজের_শিক্ষাকার্যক্রম_বিষয়ের_অধিভুক্_স্থগিত_হলেঃ‬
.
এক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়েরকলেজ পরিদর্শন শাখা কর্তৃক প্রদত্ব অধিভুক্তি বাতিলের পত্র সংযুক্ত করতে হবে।
.
★★★ ‪#‎শিক্ষার্থী_প্রতিবন্ধি_হলেঃ‬
.
এক্ষেত্রে প্রতিবন্ধি বিষয়ে সমাজকল্যাণ দপ্তরের সনদ জমা দিতে হবে।
.
★★★ ‪#‎মেয়ে_শিক্ষার্থী_বিবাহ_বন্ধনে_আবদ্ধ_হলেঃ‬
.
এ ক্ষেত্রে নিকাহনামা ও স্বামীর কর্মস্থল / বসবাস এর ঠিকানার প্রামান্য কাগজ এবং স্বামীর জাতীয় পরিচয় পত্রের কপি জমা দিতে হবে।
.
★★★ ‪#‎স্থায়ী_ঠিকানার_নিকটবর্তী_কলেজে‬
.
শিক্ষার্থীর অভিভাবকের স্থায়ী
ঠিকানা নিকটবর্তী কলেজে ছাড়পত্র দেওয়া যাবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের/বাবা/মা -এর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
.
★★★ ★★★ ★★★ ★★★
.
(৪) আবেদন ফর্মের সাথে প্রবেশ পত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং ফলাফলের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
.
(৫)একজন শিক্ষার্থী ফলাফল প্রকাশের দিন থেকে ৪৫ দিনের মধ্যে
অনলাইনে ছাড়পত্রের জন্য প্রাথমিক আবেদন করতে পারবে।
.
(৬)আবেদনের সাথে প্রার্থীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।
.
(৭)প্রার্থীর প্রাথমিক আবেদন যাচাই বাছাই করে এক সপ্তাহের মধ্যেই SMS এর মাধ্যমে তার আবেদন।বিবেচনা যোগ্য কিনা তা জানিয়ে দেওয়া হবে।
.
(৮)আবেদন গ্রহণযোগ্য হলে প্রার্থীকে ছাড়পত্রের ফিসহ নির্ধারিত ফরমে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত আবেদনপত্র জমা দিতে হবে।
.
(৯)চূড়ান্ত আবেদনের সাথে শুধুমাত্র ছাড়পত্র প্রদানকারী কলেজের অনাপত্তিপত্র জমা দিতে হবে।
.
(১০) ‪#‎উল্লেখ্য_যে‬, শিক্ষার গুনগত মানোন্নয়নের প্রতি লক্ষ রেখে
ছাড়পত্র অনুমোদনের ক্ষেত্রে প্রার্থী যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সে কলেজের প্রার্থীত বিষয়ের শিক্ষার্থী–শিক্ষক সংখ্যানুপাত Optimum সংখ্যার অনেক বেশী হলে প্রার্থীর আবেদন বিবেচনা করা হবে না।
.
(১১)কোর্স ফাইনাল পরীক্ষার ফরম পূরণ শুরু হলে ছাড়পত্র ইস্যু করা যাবে না।
.
(১২)তাছাড়া স্নাতক (সম্মান ) শ্রেণীতে ৩য় ও ৪র্থ বর্ষে বিশেষ কারণ ছাড়া ছাড়পত্র প্রদান করা যাবে নাl
.
‪#‎Allert‬::
প্রামাণ্য তথ্যে কোন জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গন্য হবে।
——————————————————————————-
★★★ যেভাবে আবেদন করবেনঃ-
.
প্রথমে আইডি
খুলতে হবে… যেভাবে আইডি খুলবেন_____
.
১.প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের
ওয়েব সাইট
.
www.nu.edu.bd
.
এ login করে Services
মেনু থেকে Student login বাটনে ক্লিক করতে
হবে ।
.
২ । Student login :
.
Student Login Button
click করার পর Student Login Screen দেখা যাবে ।
যে সকল ছাত্র/ছাত্রী Online সার্ভিসগুলো এ
প্রথম নিতে চাচ্ছেন তারা Student Login Screen এর
Student Registration বাটনে Click করে পেজে
থাকা সকল নির্দেশনা অনুসরন করে Online সার্ভিস
গ্রহনের Student Registration কাজ সম্পন্ন করে
User Name & Password সংগ্রহ করতে হবে । যে
সকল ছাত্র/ছাত্রী ইতিপূর্বে Online সার্ভিস গ্রহন
করেছেন তারা তাদের সংগৃহীত User Name &
Password দিয়ে student login করবে ।
.
★★★ Student Registration:
.
নতুন User এর ক্ষেত্রে
Registration বাটনে Click করতে হবে ।
Registration বাটনে Click করলে Student
Registration Screen চলে আসবে । তারপর Course
and Session Select করে Registration Number
Entry দিয়ে Registration বাটনে click করলে
Student Details Information দেখাবে তারপর
Proceed বাটনে click করতে হবে । ** Proceed
বাটনে click করার পর Auto Student ID Generate
হবে এবং Password, Mobile No, E-mail ID &
প্রদর্শিত Captcha Tex এ Box Entry দিতে হবে ।
Student ID & Password অবশ্যই সংগ্রহ করে
রাখতে হবে । তারপর Save Button Click করতে
হবে । ** Save Button এ Click করার পর Save
Successfully Massage সহ Student Login Screen
Show করবে Successful Registration Information
প্রদক্ত Mobile No এ SMS ও E-mail ID তে E-
mail চলে যাবে ।
.
৩ । তারপর Student ID/User ID
& Password দিয়ে login করার পর Student
Dashboard Screen দেখা যাবে । Id খুলার পরে…
.
★★★ আবেদন করবেন যেভাবেঃ-
.
প্রথমে Student
Dashboard Screen আসবেন । তারপর Academic
Service and Examination Service এ Click করুন
তারপর Transfer এ Click করে সকল তথ্য পুরন করুন।
.
ধন্যবাদ।

জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিবর্তন বা ছাড়পত্র এর নিয়মাবলিঃ - QR Code Friendly
Powered by QR Code Friendly